সমাজের আলো : সাতক্ষীরার শ্রমিকনেতা রবি ও মহব্বতের নেতৃত্বে ২৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করাহয়েছে। করোনায় সরকার ঘোষিত লকডাউনে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন অসহায় শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, লবন, সেমাই, চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে তারা। সোমবার (১০ মে) সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত এর নেতৃত্বে এই ২৫০ জন কর্মহীন পরিবহন শ্রমিকেদর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করাহয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, মোটর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মকছুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম শফি, শ্রমিকনেতা মিরাজুল ইসলাম মিরাজ, সবুজ, সম্রাট, মিলন, সাইফুল প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত লকডাউনে যেসব পরিবহন শ্রমিক কার্ড রিনিউ করতে পারিনি জলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা করাহয়নি এটা অন্তত দুঃখজনক। উল্টো সেসব শ্রমিকদের কাছথেকে ২২০ টাকা নিয়ে কার্ড রিনিউ করার ঘোষনা দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বায়িত্বে থাকা নেতারা। এই করোনা কালে কর্মহীন শ্রমিকদের টাকাদিয়ে কার্ড রিনিউ করা দুরূহ ব্যাপার বলে মন্তব্য করেন তিনি। সরকার যে অনুদান দিচ্ছে সেই তালিকায় অশ্রমিকদের নাম রয়েছে উল্লেখ করে শেখ রবিউল ইসলাম রবি আরো বলেন, সবাইকে সম্পৃক্ত করে প্রকৃত মোটর শ্রমিকদের সংযুক্ত করে নতুন তালিকা করার দাবি করেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *