সমাজের আলো : সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরে রেজিস্ট্রেশন’কৃত ৪৭টি নারী সংগঠনকে ১৪ লাখ ৭০ হাজার বিশেষ ও সাধারণ অনুদান দেওয়া হয়েছে। বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ কর্তৃক ২০২০-২১ অর্থ বছরে এ দেওয়া হয়। তবে বরাদ্দ দেওয়া এসব সংগঠনের মধ্যে থেকে দু একটি সংগঠন নারী উন্নয়নে ভূমিকা রাখলেও অধিকাংশরই নেই কোন কার্যক্রম।

জেলা ও উপজেলা মহিলা বিষয় অফিসের কতিপয় কর্মকর্তার সহযাগীতায় রেজিষ্ট্রেশন নিয়ে প্রতি বছরই এসব সংগঠন হাতিয়ে নিচ্ছে সরকারি টাকা। তবে সংগঠনের অনেকে সাথে কথা বললে তারা বলেন বরাদ্দে টাকা সব তারা পায় না। কিছু অংশ অফিসকেও দিতে হয়। তা না হলে বরাদ্দ পাওয়া যায় না।সংগঠনের স্ব স্ব ঠিকানায় খোজ নিয়ে জানা যায়, অনেক সংগঠনের শুধুমাত্র সাইন বোর্ড ছাড়া অন্য কোন কার্যক্রম নেই। এমন কি অনেকে স্থানে বাড়ির সাথে সাইনবোর্ড টানিয়েও নেওয়া হয়েছে সরকারি অনুদান। বিষয়টি স্বীকার করে মহিলা বিষয় কর্মকর্তা বলছেন এমন দু একটি সংগঠন থাকতে পারে। তবে সে গুলোন নাম দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (চঃ দাঃ) এ, কে, এম, শফিউল আযম আরও বলেন, শুধুমাত্র মহিলা বিষয় অধিদপ্তরের রেজিষ্ট্রেশনকৃত সংগঠনকে এ বরাদ্দ দেওয়া হয়। উপজেলা থেকে সংগঠনের নাম পাঠানো হলে সেগুলো বাছাই করে জেলা কমিটির মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তিতে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়।তিনি আরও বলেন, আমাদের আরও অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই এতো যাচাই বাছাই করে পারা যায় না। আপনারা যদি সংগঠনগুলোর নাম দিতে পারেন তাহলে খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরা সদর উপজেলায় ১৫ মহিলা সংস্থাকে এ টাকা দেওয়া দেওয়া হয়েছে। সেগুলা হলো- চুপড়িয়া মহিলা সংস্থাকে ৪০ হাজার টাকা, ছয়ঘরিয়া প্রত্যাশা মহিলা সংস্থাকে ৪০ হাজার টাকা, স্বপ্ন মহিলা উন্নয়ন সংস্থাকে (সুলতানপুর) ৪০ হাজার টাকা, জয় মহিলা উন্নয়ন সংস্থাকে (পলাশপোল) ২৫ হাজার টাকা, প্রতিবন্ধি নারী উন্নয়ন সংস্থাকে (সুলতানপুর) ৩০ হাজার টাকা, কোষ্টাল ডিভেলপমেন্ট অর্গানাইজেশন ফর উইমেনকে (সিডো) (সুলতানপুর) ৩০ হাজার টাকা, ডিজএ্যাবন্ড উইমেন অর্গানাইজেশনকে (ডিডব্লিউও) (বাঁকাল) ৩০ হাজার টাকা, এইচ এবি নারী উন্নয়ন সংস্থাকে (রথখোলা রাজারবাগান) ৩০ হাজার টাকা, খেয়া মহিলা সংস্থাকে (মাগুরা বিনেরপোতা) ৪০ হাজার টাকা, পদ্মলোক কেন্দ্রকে (কোমরপুর ভোমরা) ২৫ হাজার টাকা, নবোদিতা মহিলা সংঘকে (পলাশপোল) ২৫ হাজার টাকা, সেতু বন্ধন মহিলা উন্নয়ন সংস্থাকে (দহাকুলা) ৩০ হাজার টাকা, সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থাকে (মুনজিতপুর) ২৫ হাজার টাকা, সাতক্ষীরা মহিলা সমিতি (মুনজিতপুর) ২৫ হাজার টাকা এবং শুভেচ্ছা মহিলা উন্নয়ন সংস্থাকে (সাতানী) ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

আশাশুনি উপজেলায় ৮ মহিলা সংস্থাকে এ টাকা দেওয়া দেওয়া হয়েছে। সেগুলা হলো- শাপলা মহিলা ও শিশু কণ্যাণ সংস্থাকে (আশাশুনি) ২৫ হাজার টাকা, তৃণমূল মহিলা কল্যাণ সমিতিকে (চাপড়া) ৩০ হাজার টাকা, তুয়ারডাঙ্গা নারী শিশু উন্নয়ন সংস্থাকে (তুয়ারডাঙ্গা) ৪০ হাজার টাকা, আশাশুনি দ: পাড়া মহিলা উন্নয়ন সংস্থাকে (আশাশুনি) ২৫ হাজার টাকা, বুধহাটা পল্লী সমাজ মহিলা সমিতিকে (বুধহাটা) ২৫ হাজার টাকা, কামালকাটি পল্লী সমাজ মহিলা উন্নয়ন সংস্থাকে (আশাশুনি) ২৫ হাজার টাকা, উপজেলা নারী উন্নয়ন ফোরামকে ৩০ হাজার টাকা এবং কাদাকাটি দারিদ্র মায়েদের উন্নয়ন সংস্থাকে (কাদাকাটি) ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

দেবহাটা উপজেলায় ৫ মহিলা সংস্থাকে এ টাকা দেওয়া দেওয়া হয়েছে। সেগুলা হলো- শতদল মহিলা সংস্থাকে (কুলিয়া) ২৫ হাজার টাকা, উপজেলা নারী উন্নয়ন ফোরামকে (দেবহাটা) ৩০ হাজার টাকা, পল্লী সমাজ বহুমুখী উন্নয়ন সংস্থাকে (টাউনশ্রীপুর) ২৫ হাজার টাকা, নারী কন্ঠ উন্নয়ন সংস্থাকে (হাদিপুর) ৪০ হাজার টাকা এবং কর্মমুখী মহিলা সংস্থাকে (নোড়ারচর) ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।কালিগঞ্জ উপজেলায় ৬ মহিলা সংস্থাকে এ টাকা দেওয়া দেওয়া হয়েছে। সেগুলা হলো- উপজেলা লেডিস ক্লাবকে (উপজেলা পরিষদ) ৪০ হাজার টাকা, আমরা কুঠির মহিলা উন্নয়ন সংস্থাকে (বেনাদানা) ৩০ হাজার টাকা, দুর্জয় নারী উন্নয়নকে (দক্ষিণ শ্রীপুর) ২৫ হাজার টাকা, মিশন মহিলা উন্নয়ন সংস্থাকে (বাজার গ্রাম) ৩০ হাজার টাকা, উষা মহিলা উন্নয়ন সংস্থাকে (নলতা) ২৫ হাজার টাকা এবং প্রেরণা নারী উন্নয়ন সংগঠন (মহৎপুর) ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

তালা উপজেলায় ৭ মহিলা সংস্থাকে এ টাকা দেওয়া দেওয়া হয়েছে। সেগুলা হলো- পাটকেলঘাটা মহিলা উন্নয়ন সংস্থাকে (পাটকেলঘাটা) ২৫ হাজার টাকা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে (সুজনসাহ) ৪০ হাজার টাকা, অণে¦ষণ মহিলা উন্নয়ন সংস্থাকে ৪০ হাজার টাকা, উপজেলা নারী উন্নয়ন ফোরামকে (তালা) ৪০ হাজার টাকা, বেলীফুল নারী উন্নয়ন সংস্থাকে (বারুইহাটি) ২৫ হাজার টাকা, কবি জসিম উদ্দীন নারী উন্নয়ন সংস্থাকে (হাতবাস) ৩০ হাজার টাকা, সানরাইজ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থাকে (বালিয়াদাহ) ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।শ্যামনগর উপজেলায় ৪ মহিলা সংস্থাকে এ টাকা দেওয়া দেওয়া হয়েছে। সেগুলা হলো- নকশীকাঁথা মহিলা উন্নয়ন সংস্থাকে (নকিপুর) ৪০ হাজার টাকা, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থাকে (নকিপুর) ৩০ হাজার টাকা, শ্যামনগর মহিলা আত্মকর্ম সংস্থা সার্ক হাউজকে (হাসপাতাল রোড) ২৫ হাজার টাকা এবং দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠনকে দাতিনাখালী ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে ।কলারোয়া উপজেলায় ২ মহিলা সংস্থাকে এ টাকা দেওয়া দেওয়া হয়েছে। সেগুলা হলো- দোলুইপুর নারী উন্নয়ন পল্লী সমাজ মহিলা সমিতিকে (খোর্দ্দ) ৩০ হাজার টাকা ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনকে (বলিয়াপুর) ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.