সমাজের আলো : ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১০টায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর আর্থিক সহায়তায় একশন এইড বাংলাদেশ অসহায় এসিড সারভাইভরদের মাঝে নগদ ৩হাজার টাকা করে মোট ৭১ জনকে সিএসআর কার্যক্রমের আওতায় কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদান করে।স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ ও সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক সাতক্ষীরা কর্মসুচিটি বাস্তবায়ন করে। স্বদেশ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আযম।
অন্যান্যদের মধ্যে স্বদেশ সংস্থার পরিচালক মাধব চন্দ্র দত্ত, একশন এইড এর সিনিয়র প্রগ্রাম কো-অডিনেটর নুরুন্নাহার বেগম, মোঃ জাহাঙ্গির হোসেন ডেপুটি ম্যানেজার হিউম্যানটেরিয়ান রেসপন্স একশনএইড, মোঃ মাহাবুব রহমান ফাইনান্স অফিসার এএবি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু মুছা, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান হতে আগত এসিড সারভাইভরবৃন্দ।

