সমাজের আলো : সাতক্ষীরায় সড়ক মহাসড়ক থেকে ইজিবাইক থ্রিহুইলার ও বিভিন্ন ধরণের ইনজিনভ্যান অপসরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে সাতক্ষীরা খুলনা যশোরসহ ৬টি রুটে আকর্ষিক এই বাস ধর্মঘটের ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, সমস্যা সমাধান না হওয়ায় পর্যন্ত গাড়ির চাকা ঘুরবে না। তারা জানায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটায় একটি বাসকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে মাহেন্দ্র চালকদের সাথে বচসা হয় বাস চালকদের। এক পর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সহিদুল ইসলামকে মারধর করে মাহেন্দ্র চালকেরা। এছাড়া জেলার সড়ক-মহাসড়কে চলাচল করছে লক্ষাধিক নসিমন-করিমন-ইজিবাইক-মাহেন্দ্রসহ অবৈধ যানবাহন। এসব অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলাব্যাপী বাস ধর্মঘট ডেকেছে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। এতে সমর্থন জানিয়েছে বাস মালিকেরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *