সমাজের আলো। ।সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড়ে অবৈধভাবে বুদ্ধিপ্রতিবন্ধীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধীর স্ত্রী সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী সামছুদ্দীনের ফুড অফিস মোড়ে পৌন ২ শতক জমি রয়েছে। সেখানে ৬টি দোকানঘর আছে। দোকানগুলোর মধ্যে একটি দোকানঘর একই এলাকার মৃত কোমর উদ্দীনের পুত্র মহিউদ্দীন জোরপূর্বক দখল করে তানভীর স্টোর নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করে আসছে। এদিকে, দীর্ঘদিন ধরে ওই পর সম্পদ লোভী মহিউদ্দীন একটি দোকান দখল করার পাশাপাশি আরো একটি দোকান দখলের উদ্দেশ্যে গত ১১ জানুয়ারি আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের একটি কুচক্রী মহলের মদদে ভাড়াটিয়া লোকজন নিয়ে তাদের জমির উপর দোকানঘর নির্মাণের চেষ্টা করে। এসময় তাদের বাধার কারণে নির্মাণ কাজ ক্ষণিকের জন্য বন্ধ রাখলেও ২৬ জানুয়ারি বিকাল ৫টায় পুনরায় ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত জমিতে কাজ শুরু করলে ভুক্তভোগীরা বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী সামছুদ্দীনের স্ত্রী মাছুরা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে জানা গেছে, তানভীর স্টোরের আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী সামছুদ্দীনের হলেও বাকী অর্ধেক সরকারি খাস সম্পত্তি।




Leave a Reply

Your email address will not be published.