সমাজের আলো : সাতক্ষীরা করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। যা এ জেলায় সর্বোচ্চ শনাক্তের হার। এর আগে মঙ্গলবার থেকে বুধবার এই ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩১ দশমিক ১৮ শতাংশ। এছাড়া, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে আরও তিন জন মারা গেছেন। এনিয়ে গত চার দিনে মারা গেল ১০ জন। আজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হারে ৫৩ দশমিক ১৯ শতাংশ। ঈদের আগের সপ্তাহে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার ছিল ১৩ ভাগ। ঈদের পর তা বাড়তে শুরু করে। মে মাসের শেষ সপ্তাহে এসে দাঁড়িয়ে শতকরা ৪১ শতাংশ। তিনি আরও জানান, সাতক্ষীরায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২২২ জন ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন। করোনার উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নয় ঘণ্টার ব্যবধানে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চারদিনে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হলো। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২২২ জন।




Leave a Reply

Your email address will not be published.