সমাজের আলো: করোনার উপসর্গ নিয়ে তিন ঘণ্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা তিন জনের মৃত্যুর ঘটনা এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গে মারা যাওয়া তিন জন হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাহেবআটি গ্রামের আব্দুস সামাদ (৭০), কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ফরিদা বেগম (৫৫) ও সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের সুফিয়া খাতুন (৫৫)।
জানা গেছে গতকাল সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২১৭ জন ও কোভিড-১৯ পজিটিভ শনাক্ত ৪৬ জনের মৃত্যু হলো
করোনা উপসর্গ নিয়ে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ফরিদা বেগম শনিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। রোববার তাকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদরের সুফিয়া খাতুন, গতকাল সন্ধ্যা সোয়া ৭টায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরার সদর হাসপাতালের সিভিল সার্জন হুসাইন শাফায়েত তিন জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করছেন।

