সমাজের আলো : ‘দি টাইটানিক’এর ওপর দাঁড়িয়ে পূজায় ভক্তি অর্ঘ্য অর্পন করলেন সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। তারা দৃষ্টিনন্দন দেবীদুর্গার মৃত্তিকা মূতিতে ফুল নৈবেদ্য দিয়ে লাভ করলেন শান্তি ।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া পূজা মন্ডপে গড়ে উঠেছে ডুবে যাওয়া ‘দি টাইটানিক’ । ১২০ ফুট দৈর্ঘ্যরে ও ৬০ ফুট উচ্চতার কাষ্ঠ নির্মিত সুদৃশ্য কাপড়ের বেষ্টনীঘেরা টাইটানিকের এক পাশে স্থাপিত হয়েছে দেবী দুর্গা প্রতিমা। প্রতিদিন শত শত নারী ও পুরুষ দর্শনার্থী ভক্তরা দেখতে আসছেন ব্যতিক্রমী ধাঁচের এই প্রতিমা।
দক্ষিণ পারুলিয়া পূজা মন্ডপের সাধারন সম্পাদক দিলীপ সরকার জানান আমরা প্রতি বছর বিভিন্ন আদলে প্রতিমা তৈরি করে থাকি। এর আগে হেলিকপ্টারের ওপর প্রতিমা ও তার আগে পাহাড়ের ওপর প্রতিমা তৈরি করে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।
——–




Leave a Reply

Your email address will not be published.