সাতক্ষীরা প্রতিনিধি : সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে । আজ দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের মোঃ ফয়সাল(২৬) ও মোঃ সজীব(১৫)।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল আজ দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *