সমাজের আলো :পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের অর্থ বাণিজ্য শুরু হয়েছে। বুধবার (১২ মে-২০২১) গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ক্লিপ দৈনিক সমাজের আলো’র হাতে এসেছে। ২৪ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিও ক্লিপে পুরো ঘটনা উঠে এসেছে।ভিডিও বিশ্লেষনে জানা যায়, সাতক্ষীরা শহরের পাকাপুল মোড় দিয়ে সকাল ১০ টা ৩৩ মিনিটে যাওয়ার সময় লালং রংয়ের একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল ট্রাফিক পুলিশের কনস্টেবল জামির আটক করে। এরপর মোটরসাইকেলের চালক ও আরোহীর সাথে দেন-দরবার শুরু হয়। পরবর্তীতে অদূরে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত ওরফে শুভ্র ও কনস্টেবল আলমগীরের নিকট নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে বেশ খানেক সময় কথা-বার্তা শেষে ভুক্তভোগীরা পাকাপুল মোড়ের রহমানিয়া টেলিকমে গিয়ে মোবাইল থেকে টাকা উত্তোলন করে। এরপরেই কনস্টেবল জামিরের সাথে লেন-দেন শেষে মোটরসাইকেলের চাবি দেয়া হয় ভুক্তভোগীদের। এ সময় ভুক্তভোগীরা যাওয়ার সময় হাত উচু করে পাঁচ হাজার টাকা লেগেছে বলে তারা জানায়।বিষয়টি নিয়ে মোবাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত ওরফে শুভ্র অস্বীকার করেন। তবে ভিডিও’র বিষয়ে বললে তিনি সমাজের আলোকে জানান, ‘আপনি যখন বলছেন তবে ঘটনা হতে পারে’।এ ব্যাপারে সাতক্ষীরা ট্রাফিক পুলিশের টি,আই কামরুজ্জামান সমাজের আলোকে জানান, পাকাপুলের মোড়ের কর্তব্যরত সার্জেন্ট ও কনস্টেবলরা ঘটনার বিষয়ে অস্বীকার করছেন। তবে প্রমান পেলে তাদের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published.