সমাজের আলো : সাতক্ষীরায় দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাট” উদ্বোধন করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজ ও অদিতা আদৃতা সৃষ্টির যৌথ উদ্যোগে এবং রঙ্গনের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্ত্বরে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা ‌‍মেলা “হৈমন্তী হাট” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাট” উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহ-সভাপতি নাসরিন খান লিপি, সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন। এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা সাদ্দাম হোসেন, নাহিদ হাসান লিটু, রওশন জাহান রুপা, তানজিনা আহমেদ মৃদুলা, রিক্তা প্রমুখ।মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্টল পরিদর্শন করেন।
দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ১২টি স্টলে ২৩জন ক্ষুদ্র উদ্যোক্তা দেশীয় কাপড়ের তৈরী নারী, পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন ধরনের পোষাক, হ্যান্ড পেইন্ট, রিক্সা পেইন্টের কাপড় ও গহনা, হ্যান্ডমেইড মেটালিক গহনা, বিভিন্ন ধরনের মিষ্টি পিঠা, ঝাঁল পিঠা, ফ্রোজেন ফুড, মসলা, আাঁচার, মাশরুম, পেস্ট্রিকেক, পুডিংসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করা হচ্ছে মেলাতে।দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় অংশ গ্রহণ করেছেন কসমিক মাশরুম পয়েন্ট, খাঁটি মশলা, সৌখিন কারুকাজ, Zenith House, প্রাণ সায়র অনলাইন সপ, মাঈশা প্রডাক্ট জোন, সুমি সপিং হাউজ, সাতক্ষীরা অরলাইন সপ, আমার রান্না ঘর, খুলনার খেয়া, বনলতা ফ্যাশান, খাটিপণ্য, আফি ফ্যাশান, সাত রঙ্গের বুনন, তামান্না কিচেনেট, ফুড ট্রিপ, রুবি’স পাঁচ মেশলি, সখের গুদাম, রিনিস বিউটি এন্ড ফ্যাশান হাউজ, খেরো শিল্প, ফাতেমা ফ্যাশান হাউজ এবং রোজ বিজনেস পয়েন্ট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *