সমাজের আলো : ২১ জুলাই বৃহস্পতিবার সারা দেশে ২৬ হাজার ২২৯টি একক গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ৪৪৭ টি সেমিপাকা দ্বিকক্ষ বিশিষ্ট গৃহ উদ্বোধন করা হবে।
বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত সনাক্তকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি। এর মধ্যে ১ম, ২য় ও তয় পর্যায়ে মোট ২ হাজার ৫৮২টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নীতিমালা অনুসরণ পূর্বক ২১ জুলাই ২০২২ ইং তারিখে সাতক্ষীরা জেলার তালা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হবে এবং পর্যায়ক্রমে দেবহাটা ও কালিগঞ্জ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে।

এ সময় প্রেস ব্রিফিং আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলুর রহমান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) কৃষ্ণা রায় প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *