সমাজের আলো ঃ সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালী জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য বহনকারি সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ। সাতক্ষীরা জেলা প্রশাসনের দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। মঙ্গল শোভা যাত্রায় এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালীয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রমীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।




Leave a Reply

Your email address will not be published.