সমাজের আলো : মানব পাচারের শিকার ভিকটিমদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের সাথে জড়িত বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা তিনটায় রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এমজি আযম। ওরিয়েন্টেশনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাইটস যশোরের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত ও প্রোগ্রাম অফিসার এড. তাহমিদ আকাশ। উইনরক ইন্টারন্যশনাল এবং এসডিসির অর্থায়নে খুলনা বিভাগসহ সারাদেশে মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরাতে মানব পাচারের শিকার ভিকটিমদের আইনগত সহায়তা প্রদান করছে। সভায় বিচারক, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য, প্যানেল আইনজীবী, সামাজিক নেতৃত্ব, সাংবাদিক, ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থা, সিটিআইপি, যুব ও শিশু প্রতিনিধি অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলাতে প্রায় ৬২ হাজার মামলার জট কমাতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে কাজ করতে হবে, প্রান্তিক জনগোষ্ঠী, মামলার বাদী বা ভিকটিমে ভোগান্তি কমাতে জেলা লিগ্যাল এইড অফিসে সকল ধরণের মামলা সম্পর্কে তথ্য ও অন্যান্য সহায়তা জন্য হেল্প ডেস্ক স্থাপন করবেন জানান, তিনি আরো বলেন এতো কম সংখ্যক বিচারক নিয়ে এতো বড় সংখ্যক মামলা নিষ্পত্তিতে বিচারপ্রার্থীদের প্রতিকার পেতে সময় লাগছে। তবে তিনি আশাবাদী যে, আদালতে মামলার জট নিরসনে সরকার যথাযত পদক্ষেপ নিবেন। সভা সঞ্চালনা করেন অধিকারকর্মী মো: সাকিবুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *