সমাজের আলো: করোনা সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা থানার আয়োজনে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল দশটায় অনুষ্ঠিত এ কর্মশালায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) , প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হোসাইন শাফায়াত। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং সাতক্ষীরা থানা, ফাঁড়ি এবং ক্যাম্পের সকল পুলিশ সদস্য।

প্রধান আলোচক সিভিল সার্জন পুলিশ সদস্যদের করোনা সংক্রমণ রোধকল্পে অনুসরণীয় স্বাস্থ্য বিধি এবং কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কৌশলী হওয়ার, ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ব্যবহার করার এবং অনুসরণীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ হোসাইন শাফায়াত সাতক্ষীরা থানার পুলিশ সদস্যদের জন্য কিছু প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published.