শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরায় দৃষ্টিপ্রতিবন্ধী বেলাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির আয়োজনে এবং প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রতিবন্ধী দাবি আদায় পরিষদের সভাপতি শফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব শেখ আবুল কালাম আজাদ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি নুর জাহান খাতুন, সাধারণ সম্পাদিকা মোসলেমা খাতুন, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, দৃষ্টিপ্রতিবন্ধী শামসুর রহমান, কওছার আলী, আলমগীর হোসেন, জাহিদ হোসেন, কালিগঞ্জ প্রতিবন্ধী পুর্নবাসন উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শিল্পী আক্তার প্রমুখ।
বক্তারা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে দৃষ্টিপ্রতিবন্ধী বেলালের উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করতে হবে এবং বেলালের দায়েরকৃত মামলা রেকর্ড করতে হবে। অবিলম্বে সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবির, এবং আই মিলন এবং ইটাগাছা ফাঁড়ির এস আই লিটন দাসকে অপসারণ করতে হবে। বক্তারা আরো বলেন, একজন প্রতিবন্ধী বা প্রতিবন্ধী পরিবারের উপরে হামলা নির্যাতনের ঘটনা ঘটলে মামলা করতে গেলে দিনের পর দিন থানায় ঘুরতে হয়, অথচ একজন প্রতিবন্ধী বিরুদ্ধে কোন প্রকার সত্যতা যাচাই ছাড়াই মামলা নিয়ে তাকে জেলহাজতে পাঠানো হচ্ছে। বড় বড় আসামি থাকার পরও তুচ্ছ ঘটনায় একজন দৃষ্টিপ্রতিবন্ধীকে আটক করে কারাগারে পাঠিয়ে তারা মানবাধিকার লঙ্ঘণ করেছেন। এ সময় বক্তারা আরো বলেন, চব্বিশ ঘন্টার মধ্যে বেলালের দায়েরকৃত মামলা রেকর্ড করা না হলে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলাসহ বিভিন্ন স্থানে বৃহত্তর কর্মসূচি ঝাড়ু মিছিল, জুতা মিছিল, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশের মত কর্মসূচি গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *