সমাজের আলো : মহামারি করোনা ভাইরাসের কারণে গতবছরের মতো এবারও হচ্ছে না বই উৎসব। তবে বছরের নতুন দিনে শিক্ষার্থীদের হাতে উঠবে নতুন বই। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বই বিতরণের জন্য এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যেই সাতক্ষীরায় নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রাথমিক স্তরের শিশুদের হাতে নতুন বই বিতরণের প্রস্তুতি সম্পন্ন করেছে সাতক্ষীরা প্রাথমিক শিক্ষা বিভাগ। এবার জেলার ১০৯৫টি সরকারি এবং ৩৪১টি বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত ২লাখ ৪০হাজার ৭২জন শিক্ষার্থীদের মাঝে ৯লাখ ৯১হাজার ৮৫২টি বই বিতরণ করা হবে।এরমধ্যে প্রথম-পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত ২লাখ ৬৫৪জন শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৫২ হাজার ৪৩৪টি বই ও প্রাক-প্রাথমিক শ্রেণির ৩৯ হাজার ৪১৮ জন শিশুর মাঝে নতুন বই বিতরণ করা হবে। ইতোমধ্যেই জেলা থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা থেকে বিদ্যালয় পর্যায়ে নতুন পাঠ্যপুস্তক পৌছে গেছে। জেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বছরের নতুন দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য শ্রেণিওয়ারী ভাগ করে রঙিন ফিতায় বই বেঁধে প্রস্তুত করেছেন শিক্ষকরা। স্বাস্থ্যবিধি মেনেই এসমস্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মোহাম্মদ রুহুল আমীন বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল কমিটি ও শিক্ষকদের সহযােগিতায় আমরা বছরের প্রথম দিনেই শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পারবাে। প্রতি বছর প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই-এটা বর্তমান শিক্ষাবান্ধব সরকারের যুগান্তকারী সাফল্য।




Leave a Reply

Your email address will not be published.