আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে উদযাপন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি-২০২১) সকাল ১০ টায় সাতক্ষীরা’র ঐতিহ্যবাহী পি এন হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এক ও অভিন্ন। জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর আরেকটি নতুন সংস্করণ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। আমরা মনে করি আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সামন্যতম কোন তফাৎ, দিধা ও দ্বন্দ্ব নাই। একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ মোঃ জহির উদ্দীন মবু। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ সম্পাদক গাজী মোঃ আনিছুজ্জামান আনিচ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নির্বাহী সদস্য জাকির হোসেন ও আব্দুল কাদের, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সম্পাদক শেখ বেলাল হোসেন, জেলা উর্দ্ধতন সহ-সভাপতি শিক্ষক নির্মল কুমার দাশ, জেলা সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জী, পৌর সভাপতি আসাদুজ্জামান লাবলু, আশাশুনি উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা সাধারণ সস্পাদক পলাশ খান তোতা, আইনজীবী সহকারী প্রাতিণ্ঠানিক শাখা সহ-সভাপতি বসু ঘোষ, দেবহাটা উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আনারুল ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তোলেন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জাতীয় কমিটির সদস্য শাহানারা খাতুন শানু ও অালিফা হাসান সেতু, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি অন্যন্যা আক্তার শিলা, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, নরশিংদী জেলা সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ চৌধুরী, জয়পুরহাট জেলা সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, যশোর জেলা সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, পৌর সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গীতা পাঠ করেন, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. পংকজ সরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীল। প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম কেক কেটে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৮তম বৎসর পদাপর্নের যাত্রা আনুষ্ঠানিক ঘোষণা করেন। সমাবেশে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুনসুর আহমেদ এর দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে, নেতৃবৃন্দের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিএন স্কুল প্রাঙ্গণে ফিরে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *