আজহারুল ইসলাম সাদী: মহান স্বাধীনতার স্থাপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আজ সোমবার (১৭ আগষ্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের জেলা আহবায়ক বিশ্বজিত সাধু’র সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আল মাহমুদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সভায় আরো বক্তব্য রাখেন কমিটির যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ সুভাষ সরকার, জেএসডিনেতা সুধাংস শেখর সরকার, জাসদনেতা অধ্যাপক ইদ্রিস আলী, কৃষকলীগনেতা মঞ্জুর হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সম্পাদক এড. প্রবীর মুখার্জি, মুক্তিযোদ্ধা অধ্যাপক সুবোধ চক্রবর্তি, কলেজ শিক্ষকনেতা অধ্যাপক তপন কুমার শীল প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাাসুম হোসেন, ডাঃ সুব্রত ঘোষ, শ্রমিকলীগ নেতা এড.রফিকুল ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান, এড. সুনীল ঘোষ, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, প্রভাষক শেখ হেদায়তুল ইসলাম, আসাদুজ্জামান লাবলু, ঘোষ প্রদ্যুৎ কুমার, সাইফুল আযম বাবু, যুব ঐক্য পরিষদের ইন্দ্রজিৎ সাধু, ছাত্র ঐক্য পরিষদের সুজন বিশ্বাস, ইব্রাহিম হোসেন, হাবিবুলালাহ বাহার প্রমুখ।
সভার শুরুতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং এক মিনিট নিরাবতা পালন করা হয়।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির এক অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের কারণেই দেশ দ্রুত স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছিল। গেরিলা ট্রেনিং দিয়েছিল। অস্ত্র, গুলা বারুদসহ সব ধরনের সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছিল। সে কারণে বাংলাদেশ দ্রুত স্বাধীনতা লাভ করে।
বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে এদেশেরই কতিপয় দুস্কৃতিকারী চক্র নির্মমভাবে হত্যা করেছিল। যা জাতি হিসেবে তাদের প্রতি আমরা ঘৃর্ণা জানাই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *