আজহারুল ইসলাম সাদীঃ বিচার বিভাগ পৃথকীকরণের ১৩ বছর পূর্তিতে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আহ্বান জন আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রকাশ ঘটানো। রোববার (১ নভেম্বর) বিচার বিভাগ পৃথকীকরণের ১৩ বছর পূর্তি উপলক্ষে, সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তাঁর খাসকামরায় বিচার বিভাগ, সাতক্ষীরা আয়োজিত অনাড়ম্বর কিন্তু আন্তরিক এক আয়োজনে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর উপস্থিত বিচারকদের উদ্দেশ্যে এই উদাত্ত আহবান জানান। এসময় তিনি আরো বলেন, “২০০৭ সালের এই দিনে বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে পৃথকীকরণের কাজ শুরু হয়। বিচার বিভাগ পৃথকীকরণের ফলে দেশের আপামর জনসাধারণ এর সুফল পেতে শুরু করেছে। পৃথকীকরণের মাধ্যমে যে সোনালী অধ্যায় উন্মোচিত হয়েছে, একে সোনালী রূপ দিতে হবে। গুণগত ও সংখ্যাগত উভয় দিক থেকেই এর নিশ্চয়তা দেয়া সময়ের দাবী। এ জন্য সকল বিচারককে অগ্রণী ভূমিকা পালনে আন্তরিক ও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে যে আশার বীজ রোপিত হয়েছে, তা একদিন মহীরুহে রূপান্তরিত হবে।” তাঁর এই বক্তব্যে সহকর্মী বিচারকবৃন্দ একটি সুন্দর বিচার বিভাগ বিনির্মাণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আলোচনা শেষে, কেক কেটে মিষ্টি মুখ করে, বিচার বিভাগ পৃথকীকরণের ১৩ তম বর্ষ উদযাপন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *