আজহারুল ইসলাম সাদীঃ বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা জেলার উদ্যগে, অনাবাদি জমিতে বিষমুক্ত সবজি চাষ উদ্বোধন ও মৌসুমি সবজি চাষের বীজ বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ( ১৬ অক্টোবর-২০২০) বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ি ইউনিয়নে, অনাবাদি জমিতে বিষমুক্ত সবজি চাষের শুভ উদ্বোধন করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জননেত্রী শেখ হাসিনা সন্মাননা পদকপ্রাপ্ত এডভোকেট আল মাহমুদ পলাশ। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরা জেলার সভাপতি সংকর মিস্ত্রির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্রজেন সর্ণকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি আব্দুর রহমান, ফিংড়ি ইউনিয়ন সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক আবুল খায়ের। কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখার সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্নসাধারণ সম্পাদক ভোলানাথ সরকার, সাংগঠনিক সম্পাদক নিরাপদ সরকার, রবিউল ইসলাম, লিয়াকাত হোসেন, আয়ুব আলী, রমা সরকার, দিলিপ মন্ডল প্রমুখ। বিশ্ব খাদ্য দিবসের কর্মসূচিতে এডভোকেট পলাশ করোনা পরিস্থিতিতে মাননীয় প্রথানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনাবাদি জমিতে ফসল চাষাবাদ করার অঙ্গিকার বাস্তবায়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতাকর্মিরা বদ্ধপরিকর। তাই খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তায় বিষ মুক্ত সবজি চাষ সম্প্রসারণ করবার জন্য প্রত্যকের প্রতি আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদস্যদের মাঝে শীত মৌসুমে বিভিন্ন জাতের ফ্রি বীজ বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *