সাতক্ষীরায় মারপিটের মামলায় চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে দেওয়া না রাজি গ্রহনের দাবীতে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার আলীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান শেখের পুত্র মাজেদ শেখ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আলীপুর এলাকার তালবাড়ীয়া গ্রামের কওছার আলী শেখের পুত্র আফতাবুজ্জামান লাল্টুর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিগত ১৭/১২/২০০৮ তারিখে লাল্টুর নেতৃত্বে একই এলাকার সিদ্দিকুর রহমান, কওছার আলী শেখ, নুর ইসলাম শেখ, তালবাড়ীয়া গ্রামের শওকত মন্ডল ও জাফর শেখসহ কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা করে। এসময় আমাকেসহ আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। বল্লভের খোচা মারে। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করি। যার নং-১৭, তাং- ১৭/১২/০৮। আসামীরা কৌশলে উক্ত মামলার ফাইনাল স্বপক্ষে গ্রহণ করে। অথচ উক্ত ঘটনার স্বাক্ষী প্রমান সবই রয়েছে। এঘটনার পর আমি আদালতে না রাজি পেশ করে পুনরায় তদন্তের জন্য আবেদন করি। কিন্তু আসামীরা অত্যান্ত হিং¯্র প্রকৃতির হওয়ায় কৌশলে চূড়ান্ত প্রতিবেদন তাদের স্বপক্ষে গ্রহণ করে আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমি অসহায় গরিব মানুষ হওয়ায় তাদের হুমকিতে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। ওই মামলায় যদি আসামীরা সকলেই ফাইনাল নিয়ে পার পেয়ে যায় তাহলে আমাদের স্ব পরিবারে উচ্ছেদসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করার আশংকা রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত না-রাজিপত্র আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে পুনরায় সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.