সমাজের আলো : সাতক্ষীরায় ঈদের পরের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় হাঁড় ভেঙেছে প্রায় ৩০ জন কিশোরের।যদি ও সাতক্ষীরা ট্রাফিক পুলিশ ঈদের পর থেকে কঠোর অবস্থানে আছে বেপরোয়া গাড়ি চালনা বন্ধে। কিন্তু ট্রাফিক পুলিশ আর কতক্ষণ বা চৌকি দেবে তাদের? গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজের জরুরী বিভাগ থেকে জানা যায়, ঈদের পরের দিন শ্যামনগর -আশাশুনি-কালিগঞ্জ – দেবহাটা এসব এলাকা থেকে মটর সাইকেল বনাম নসিমন,মটরসাইকেল বনাম মটর সাইকেল,মটর সাইকেল বনাম – কুকুর+ বাছুর, মটর সাইকেল বনাম – বৃদ্ধ মানুষ ইত্যাদি সংঘর্ঘে কমপক্ষে আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে এসেছেন কমপক্ষে ৩০ জন তরুণ। তাদের সকলের বয়স ১৫-২২ এর মধ্যে। মেডিকেল কলেজ সুত্র বলছে যাদের অবস্থা গুরুতর তাদের কে ঢাকা পঙ্গু হসপিটালে রেফার করা হয়েছে। আবার সাতক্ষীরা সদর হাসপিটালের চিত্র ও একই।




Leave a Reply

Your email address will not be published.