মোঃ নুরুজ্জামানঃ গণমাধ্যম, সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম! এই তিন মাধ্যমই এখন সংবাদ মাধ্যম। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ছাড়িয়ে বর্তমানে এগিয়ে রয়েছে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম (নিউজ পোর্টাল) সারা দেশে। হাজার হাজার নিউজ পোর্টাল বাংলাদেশে রয়েছে। তারা ঘটে যাওয়া সমাজের অনিয়ম দূর্নীতির চিত্র নিয়ে আগে ভাগে সংবাদ প্রকাশ করছে। এতে শেখ হাসিনা সরকারের উপকার হলেও দূর্নীতিবাজ কর্মকর্তাদের চরম অসুবিধা হচ্ছে! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি বাংলাদেশকে ডিজিটাল অন্তর্ভুক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তবে যাই হোক আমাদের সাতক্ষীরার কথাই বলি। এই জেলায় নামে-বেনামে ওয়েব সাইট ভিত্তিক নিউজ পোর্টাল রয়েছে কম বেশি ১৩০ টা। এর মধ্যে অনেকের অফিস লোকেশন নেই, ডোমেই বন্ধ আবার অনিয়মিত সংবাদ প্রকাশ করে থাকেন এমন অনলাইন নিউজ পোর্টালও রয়েছে এই জেলায়। তবে পাঠকদের কাছে সাতক্ষীরার শতাধিক নিউজ পোর্টালের মধ্যে সমাজের আলো, দি এডিটরস, নীলাকাশ টুডে সহ হাতে গোনা অল্প কয়েকটি নিউজ পোর্টাল নিয়মিত সংবাদ প্রকাশ করেন। তবে যারা নিয়মিত সব রকমের সংবাদ প্রকাশ করে থাকে তাদের পাঠক সংখ্যাও বেশি। কিছু কিছু নিউজ পোর্টাল ব্যক্তি কেন্দ্রীক নিউজ প্রকাশ করতে দেখা গেছে। সাতক্ষীরা জেলা জুড়ে কিছু নিউজ পোর্টাল রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এর মধ্যে সমাজের আলো, দি এডিটরস, নীলাকাশ টুডে সহ হাতে গোনা কয়েকটির নাম শোনা যায়।আমাদের অনুসন্ধানে উঠে এসেছে, সমাজের আলো, দি এডিটরস, নীলাকাশ টুডে, ডেইলি সাতক্ষীরা, ভয়েস অফ সাতক্ষীরা, বিবিসি সাতক্ষীরা, দৈনিক সাতক্ষীরা, সাতক্ষীরা নিউজ ২৪, সাতক্ষীরা নিউজ, সাতক্ষীরা টুডে, আপডেট সাতক্ষীরা, কলারোয়া নিউজ, বাংলা প্রতিদিন, সুন্দরবন টি‌ভি, সংকল্প, নয়াডাক, গণটিভি, নিউজ ২৪ শ্যামনগর, সুন্দরবন নিউজ ২৪, দৈনিক অগ্রদূত, সাতক্ষীরা বার্তা, দৈনিক সময়, সাতক্ষীরা সময়, প্রতিক্ষা ডড কম সহ আরও অনেকগুলো পোর্টাল রয়েছে। এছাড়াও কিছু নিউজ পোর্টালের ডোমেইন বন্ধ রয়েছে, তার মধ্যে সকালের আলো, নীলাকাশ বার্তা, দক্ষিণের কন্ঠস্বর, শ্যামনগর টাইস সহ বেশ কিছু নিউজ পোর্টাল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *