সমাজের আলো : সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পূজা পুর্নমিলনী উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে শনিবার দুপুরে শহরের তুফান করভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের সভাপতি বিশ^জিত সাধু, সাধারন সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ। এ সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাধারন জনগনের মাঝে দর্শক সারিতে বসেন এবং অতিথিদের বক্তব্য শুনার পর তিনি বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে হিন্দু-মুসলিম সবাই উৎসবে আনন্দে মিলে মিশে বসবাস করে থাকেন। এখানে সম্প্রীতি এক ধর্মের সাথে অন্য ধর্মের না, সম্প্রীতি মানুষের সাথে মানুষের। বক্তারা আরো বলেন, “সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অদম্য এক যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। শারদীয় দুর্গা পূজা শেষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মনোবল অটুট রাখতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তার এই আয়োজন অনন্য উজ¦ল দৃষ্টান্ত। মতবিনিময় শেষে পরে সেখানে এক মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।




Leave a Reply

Your email address will not be published.