সমাজের আলো : দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নামে হানাহানি বন্ধ ও সাতক্ষীরা জেলায় আগামী দুর্গা পুজা শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে। ধর্মীয় উস্কানিমূলক অপপ্রচার করে কোন গোষ্ঠী এ জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ থাকার দাবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির মানববন্ধন করেন আজ সকাল ১০টায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যাক্ষ আশেক – ই এলাহির সভাপতিত্বে সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাক্ষ আব্দুল হামিদ, সিনিয়র সিটিজেন ডাঃ সুশান্ত কুমার ঘোষ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক এডঃ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সি, পি,বির সভাপতি কমঃ আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী উদীচী জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, নদী ও পরিবেশ রক্ষা কমিটির কমিটির সভাপতি আদিত্য মল্লিক বাস্তহারা সমিতির সাধারন সম্পাদক আব্দুস ছামাদ, ফারুক হোসেন, মফিজুর রহমান প্রমুখ্য।

বক্তারা বলেন সাতক্ষীরা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকি তবে সাতক্ষীরা জেলায় সকল ধর্মের মানুষ শান্তি পূর্নভাবে বসবাস ও যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ যাতে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য অপপ্রচার করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের মতো জঘন্যতম ঘটনা ঘটাতে না পারে সে জন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published.