সমাজের আলো : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে এসব রোগীরা মারা যান। এ সময় ৫৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৬৮ শতাংশ।মঙ্গলবার (২৯ জুন) থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত যারা মারা গেছেন- কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শাহানারা বেগম (৪৭), একই গ্রামের জামাল (৫০), শ্রীপুর গ্রামের হাফিজা বেগম (৭৫), কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিছার আলী (৬৫), আশাশুনি উপজেলার কাঁদাকাটি গ্রামের হাফিজা খাতুন (৪২), তালা উপজেলার বালিয়াদহ গ্রামের ফেরদৌসী বেগম (৪৫), শহরের ইটাগাছা এলাকার আশরাফউদ্দীন (৭০)। তারা সবাই সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া শহরের বেসরকারি হাসপতালে দুজন ও খুলনা মেডিকেল কলেজ হসপাতালে একজন মারা গেছেন।




Leave a Reply

Your email address will not be published.