সমাজের আলো : সাতক্ষীরায় ১৫০০ দরিদ্র কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় চত্বরে উক্ত ধানের বীজ বিতরন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ড. এস.এম মফিজুল ইসলাম।

ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ফার্ম ম্যানেজার অসীম কুমার বিশ^াসসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী গন।প্রধান অতিথি বলেন, আধুনিক পদ্ধতিতে কিভাবে ব্রি ধান উৎপাদন করা যায় তার কলাকৌশল নিয়ে এ সময় বিস্তারিত কৃষকদের সাথে আলোচনা করা হয়। আলোচনা শেষে সেখানে ব্রি-২৮, ৫০, ৬৩, ৬৭, ৮১, ৮৪, ৮৬, ৮৮ সহ বিভিন্ন প্রজাতির বোরো ধানের বীজ ১৫০০ দরিদ্র কৃষকের মাঝে সর্বনিম্ন ১০ কেজি থেকে সর্বেচ্চ ২০ কেজি করে বিতরন করা হয়।




Leave a Reply

Your email address will not be published.