সমাজের আলো : আগের তুলনায় সাতক্ষীরায় প্রায় ৫ গুন বেশী করোনা রোগী। গত ১৫ দিনে সাতক্ষীরায় করোনা রোগী বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে চার গুন। আক্রন্তদের মধ্যে বড় অংশে মহিলা। নমুনা সংগ্রহের পর পরীক্ষার রিপোর্ট পেতে ৩ দিন সময় লেগে যাওয়ায় পরীক্ষাতেও অনীহা করোনা উপসর্গ থাকা অনেকেরই। মারাত্মক অসুস্থতা নিয়ে যারা পরীক্ষা করাচ্ছেন তাদের পজিটিভ রিপোর্টই জানান দিচ্ছে জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করেনা আক্রান্ত রোগী।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের ১৫ দিনে (১ থেকে ১৪ তারিখ) করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি ছিলো ১৪ জন। এর মধ্যে মহিলা চার জন। অন্যদিকে ঈদের পর ১৫ দিনে (১৪ তারিখ থেকে ২৯ তারিখ) ৬৪ জন করোনা পজেটিভ হয়ে সামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বইরে বাড়িতে থেকে অনেকেই চিকিৎসা গ্রহণ করেছেন। আক্রান্তদের মধ্যে ভারত ফেরত বাংলাদেশীসহ ৪২ জন মহিলা আছে। গত ১৪ মাসে সাতক্ষীরায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করছে ৪৬ জন করোনা রোগী। যদিও বেসরকারিভাবে মৃত্যুর এ হার দ্বিগুণেরও বেশি।মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীর স্বজনরা জানান, হাসপাতালে অক্সিজেনের সরবরাহ নাজুক। বর্তমানে আইসিইউতে ৩ জন রোগী আছে। করোনা পরীক্ষার নমুনা দেয়ার পর তিন চারদিন সময় লাগে রিপোর্ট পেতে। তাদের মতো নিদেনপক্ষে বিপদে না পড়লে কেউ পরীক্ষার ঝামেলায় হাসপতালে যাচ্ছে না।সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা: জয়ন্ত কুমার কুমার ঘোষ জানান, ঈদের পর সাতক্ষীরায় ব্যাপক হারে করোনা রোগী বেড়ে গেছে। গত বছরের ৮ মার্চ থেকে ১৪ মাসের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, সাতক্ষীরায় মোট ১৫শ’ ৪৭ জন নারী পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজেটিভ রোগীদের মধ্যে ১৮০ জন রোগীকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ৪৩ জন হাসপতালে চিকিৎসাধীন। এছাড়া জেলায় মোট ১৩৭ জন করোনায় আক্রান্ত রোগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাতক্ষীরায় গত এক সপ্তাহে আক্রান্তে গড় হার ৩৯ ভাগ।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতারে তত্ত¡াবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগীর জন্য ৯০ টি শয্যা আছে। ৮ টি আই সি ইউ বেডের মধ্যে ৩ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছে। আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ভারতীয় ভেরিন্টাইন আছে কি না তা রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। সামেকে এক সাথে ৯২ টি করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে সর্বোচ্চ ৫ ঘন্টা সময় লাগে। তবে এখানে অক্সিজেন সিলিন্ডার ও ডাক্তার ও নার্সের স্বল্পতা আছে। সবাইকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যবসায়িক সংগঠনের সভাপতি আরাফাত হোসেন জানান, ভারত থেকে মালামাল নিয়ে কাজে ট্রাক চালক, হেলপার,খালাসী আসছে। তাদের নির্ধারিত বৃত্তের বাইরে বের হতে দেয়া হচ্ছে না। ১৩৮ কিলোমিটার সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধ পথে বিজিবির চোখ ফাঁকি দিয়ে কমবেশি মানুষ বাংলাদেশে আসা যাওয়া করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *