আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরায় নতুন করে গত ২৪ ঘন্টায় ২১১ জনের নমুনা টেস্টে আরো ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে, এসময় করোনায় আক্রান্তে দুই জন ও উপসর্গে মৃত্যু হয়েছে আরো ৪ জনের।এনিয়ে, সাতক্ষীরায় করোনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৬১ শতাংশে।সাতক্ষীরা জেলায় মোট করোনা পজেটিভ এসেছে ২ হাজার ২৫৬জনের। এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গে ২৩৯ ও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ জন।বর্তমানে সাতক্ষীরা’র সরকারী বেসরকারী হাসপাতালগুলোতে মোট করোনা পজিটিভ রুগী চিকিৎসাধীন আছে ৬৬০ জন।বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে, করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।এরা হলেন, সদর উপজেলার গয়েশপুর গ্রামের রুহুল কদ্দুস (৫৫), পরানদাহ গ্রামের রূপবান বিবি (৫৫), আমতলা গ্রামের রিজিয়া খাতুন (৩৫) ও সাতক্ষীরা শহরেরর মুন্সিপাড়া এলাকার কামরুজ্জামান (৬৪)।করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে দুই জনের এরা হলেন, কলারোয়া উপজেলার চার মাসের অন্তঃসত্ত্বা নারী বিলকিস খাতুন (২৮) ও শ্যামনগরের বিধান চন্দ্র মন্ডল (৩৭) নামের এক দিনমজুরের।উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়,গত কয়েক দিন সে জ্বর ও শাসকষ্টে ভুগছিল, তার অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার দেখভালের মানুষ না থাকায় চিকিৎসাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাতে তার স্বজনরা বাড়িতে ফিরে আসে, বৃহসপতিবার দুপুরে তীব্র শাসকষ্ট শুরু হলে বিকালের দিকে তার মৃত্যু হয়।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালের ১২০শয্যা করোনা ইউনিটের বতর্মানে ১২০ রোগী ভর্তি রয়েছে। শয্যাসংখ্যা বৃহস্পতিবার বাড়িয়ে ১৩৫ করা হয়েছে।সংক্রামন বৃদ্ধি হতে থাকায় বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্সুয়াল সভায় সাতক্ষীরা ঘোষিত লকডাউন ১৭ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।এদিকে, করোনার উর্ধমুখী ঠেকাতে শহরের মোড়ে মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে বাঁশ ও চেয়ার বেন্সি ফেলে রাখা হয়েছে।সেই সাথে যানবাহনও মানুষ চলাচলে বাধা দিচ্ছে পুলিশ, কড়াকড়ি করা হয়েছে লকডাউনের বাধা নিষেধ, জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন, তবে বিশেষ জরুরি পরিসেবা লকডাউনের আওতা মুক্ত রয়েছে।ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ,ভোমরা স্থলবন্দরে সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ভাবে ঘুরতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।কেনাকাটার সময় সীমা সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.