সমাজের আলো : সাতক্ষীরায় জেলায় চার মাসে ৬৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর অধিকাংশই পারিবারিক কলহ, প্রেম ঘটিত, পরকীয়া এবং দারিদ্র্যের কারণে ঘটেছে বলে জানা গেছে। বিষপান ও গলায় ফাঁস দিয়ে এসব অপমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলাও হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে প্রকাশ, জেলার ৭টি উপজেলায় অস্বাভাবিক মৃত্যু বেড়েই চলেছে। এরমধ্যে ২০২১ সালের জানুয়ারি মাসে ১৬টি, ফেব্রুয়ারি মাসে ১৫টি, মার্চ মাসে ২২টি ও চলতি এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত ১৬টি অস্বাভিক মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে অধিকাংশের ময়না তদন্ত রিপোর্ট প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এদিকে ২০২১ সালের জানুয়ারি মাসে ৯৭জন সড়ক দুর্ঘটনায় আহত ও ১৬জন বিষপান, ফেব্রুয়ারি মাসে ১৩৪ জন সড়ক দুর্ঘটনায় আহত ও ২৯ জন বিষপান, মার্চ মাসে ১৪১ জন সড়ক দুর্ঘটনায় আহত ও ১৯জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে সাতক্ষীরা থানা সূত্রে প্রকাশ, ২০২১ সালের জানুয়ারি মাসে খুন ১টি, সড়ক দুর্ঘটনা ২টি, বিষপান ২টি, গলায় ফাঁসে ২টি, শাসকষ্টে ১টি ও পানিতে ডুবে ১টিসহ মোট ৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ফেব্রুয়ারি মাসে খুন ১টি, সড়ক দুর্ঘটনায় ১টি, বিষপানে ২টি, গলায় ফাঁস ২টি ও অন্যান্য ৪টিসহ মোট ১০টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ১টি, বিষপানে ৫টি, গলায় ফাঁসে ৭টি ও অন্যান্য ২টিসহ মোট ১৫টি এবং চলতি এপ্রিল মাসে খুন ১টি, গলায় ফাঁসে ৩টি ও অন্যান্য ১টিসহ মোট ৫টি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। এই মামলাগুলোর অধিকাংশই বিচারকাজ প্রক্রিয়াধীন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *