সমাজের আলো : হতাশ সাতক্ষীরা আইনজীবী সমাজ । মঙ্গলবার বার কলম বিরতী । ১৭ মার্চের মধ্যে পাঁচিল সরায়ে রাস্তা দাবিতে এই মানববন্ধন। ব্যর্থতায় ২২ মার্চের পর আইনজীবীরা একনেকে পাশ করা ম্যাপ অনুযায়ী রাস্তা আইনজীবীরা করবে । সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জজকোর্টের সামনে মানব বন্ধন হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম, শাহআলমের সভাপতিত্ব করেন।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি , এ্যাডঃ ওসমান গনি , এ্যাডঃ তামিম আহমেদ সোহাগ , এ্যাডঃ ওকালত হোসেন, এ্যাডঃ ফাহিমুল হক কিসলু,এ্যাডঃ আবুল কালাম আজাদ, এ্যাডঃ সাহেদুজ্জামান সাহেদ, এ্যাডঃ আল মাহমুদ পলাশ, সুশীল সমাজের অধ্যক্ষ আনিসুর রহিম, ওবায়দুস সোবহান বাবলু, অধ্যক্ষ আব্দুল হামিদ , আলিনুর খান বাবলু, অধ্যক্ষ আশেক ইলাহী, সুধাংশ শেখর সরকার, মাধব দও , ছিদ্দিকুর রহমান। সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের প্রানের দাবী সাতক্ষীরা জজকোর্ট থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট কোর্টের মধ্যকার পাচিল ভেঙে রাস্তা করার জোর দাবী জানান ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এ্যাড আজাদ হোসেন বিলাল।




Leave a Reply

Your email address will not be published.