এম এ মান্নান, তালা( সাতক্ষীরা) ঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে সোমবার (২৮ ফেব্রুয়ারী) সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা ও তুলসীডাংগা এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন(২০০৯) লঙ্ঘন করার অপরাধে ঝিকরা বাজারের খুলনা বেকারী কে ৫ হাজার এবং তুলসীডাংগা বাজারের এম রুচিরা বেকারী কে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা প্রদান করা হয়। এছাড়া কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে ঝিকরা বাজারের মেসার্স বনফুল বেকারীকে-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(২০০৯) ভঙ্গ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সবগুলি প্রতিষ্ঠানকে বেকারী পণ্য তৈরিতে আয়োডিন বিহীন ইন্ড্রট্রিয়াল সল্ট ব্যাবহার, অননুমোদিত পদ্ধতিতে খাদ্যপণ্য তৈরির ধারা ভঙ্গের অপরাধে অভিযুক্ত করা হয়।এ সকল অভিযান অব্যহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published.