সমাজের আলো: সাতক্ষীরা জেলায় আউশ ধান চাষের জন্য বরাদ্দ প্রায় ১৭ লাখ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। কাগজে কলমে আউশ ধান চাষ হলেও জেলায় ২০০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়নি ।কৃষি বিভাগ শুধু মাত্র সরকারি টাকা মাটিতে না দিয়ে হাস মুরগির খাওয়ানোর জন্য বিতরন করেছে ।কৃষি অফিসারার তাদের দায় এড়িয়েছেন বিতরনের মধ্যে দিয়ে ।গত কয়েক বছর ধরে সরকারের মোটা অংকের টাকা এভাবে নষ্ট করছে।

জানাগেছে গত আউশ মৌসুমে জেলার ৭ টি উপজেলায় ২০০০ হাজার কৃষকের জন্য বরাদ্দ দেওয়া হয় ১৭ লাখ টাকা।

প্রথম বার ১৫০০ কৃষকের জন্য ১২ লাখ ৭৫ হাজার টাকা।দ্বিতীয় বার ৫০০ কৃষকের বীজ সারের জন্য ৪ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।প্রতি জন কৃষক ৫ কেজি বীজ ধান ও দুই পদের ৩০ কেজি সার পাবেন।

খোঁজ জানাগেছে জেলায় ২ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।কিন্তু সরেজমিনে খোঁজ দেখা গেছে সদরের ৩০ হেক্টর জমিতেআউশ ধান চাষ হয়নি।সদর কৃষি অফিসে চলছে অনিয়ম আর দূনীতি।কোন খাতে কত বরাদ্দ সেটি কৃষকদের জানানো হয়না।

সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান আউশ ধান চাষ মৌসুমে একটু নয় ছয় হয়েছে।

খামারবাড়ি উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানান আমি নতুন এসেছি এ বিষয়ে আমার কিছু জানা নেই।




Leave a Reply

Your email address will not be published.