সমাজের আলো: সাতক্ষীরা জজকোর্টের ৭ জন আইনজীবীর বিরুদ্ধে ১৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এড. মো. আব্দুল লতিফ। সোমবার (৯ নভেম্বর) যুগ্ম জেলা জজ ১ম আদালতে এ মামলা দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন মো. আজহারুল ইসলাম, মো. ওসমান গণি, মো. সাহেদুজ্জামান, শেখ রায়হান আলী, মো. রফিকুল ইসলাম, রাজিব রায়, জেড. এম আব্দুল্ললাহ আল মামুন। মামলার বিবরণে জানা যায়, বিবাদীরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এড. মো. আব্দুল লতিফের বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নাম ব্যঙ্গ করা, কুশপুত্তলিকা দাহ করেন এবং বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছেন। এ মামলায় প্রত্যেককে হাজির হওয়ার সমনজারি করেছেন বিজ্ঞ আদালত। অপরদিকে, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক বাদী এড. মো. আব্দুল লতিফকে গত ৩ নভেম্বর ৭৫/২০২০ স্মারকে কারণ দর্শানোর নোটিশ এখতিয়ার বিহীন, আইনজীবী সমিতির গঠনতন্ত্র পরিপন্থী, ক্ষমতার অপব্যবহার ও বেআইনী প্রচার করা এবং সদস্যপদ স্থগিত নোটিশের স্থগিত চেয়ে মামলা করেন। বিজ্ঞ আদালত জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে ৫ দিনের মধ্যে কারণ ব্যাখা করতে আদেশ দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.