সমাজের আলো :  বিদ‍্যুৎ নিয়ে ব‍্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ‍্যে। দীর্ঘদিন চাহিদামত সাধারণ মানুষ বিদ‍্যুৎ পেয়েছেন। হঠাৎ করে বিদ‍্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাতে দিনে ৩|৪ ঘন্টা করে লোডশেডিং চলছে। প্রচন্ড গরমে মানুষ বিপাকে পড়েছে। সামনে এস এসসি পরীক্ষা।
সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ‍্যুৎ সমিতির জেনারেল ম‍্যানেজার মো : জিয়াউর রহমান জানান, চাহিদা রয়েছে ১২০ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ৭৫/ ৮০ মেগাওয়াট। গ‍্যাস সংকটের কারনে বিদ‍্যুৎ উদপাদন কমেছে। এ কারনে জেলায় লোডশেডিং বেড়েছে। ঈদ সামনে অফিস আদালত ছুটি থাগবে। ২\ ৪ দিনের সমস্যার সমাধান হবে বলে আশাকরা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *