সমাজের আলো। ।এবার সনাক্ত করা হচেছ মাদক সেবন করে যানবাহন চালানো হচ্ছে কি না।মাদক সেবন করে যানবাহন চালালেই আপনাকে করা ডোপ টেস্ট করা হবে ।এ ধরনের ডোপ টেস্ট অভিযান চলমান থাকলে সড়ক দুর্ঘটনায় অনেক কমে আসবে। জেলার সড়ক পরিবহন শ্রমিকদের মাদক মুক্ত করতে, সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় সাতক্ষীরা ট্রাফিক পুলিশ, সাতক্ষীরা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর চৌকস পুলিশ সদস্যদের সমন্বয়ে চালক এবং মোটর শ্রমিকদের মাঝে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা জনাব মির্জা সালাইউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর এবং ওসি, ডিবি, সাতক্ষীরা। “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০” উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।তারা মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়। সাতক্ষীরা সড়ক পরিবহন খাতকে মাদকসেবী মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published.