সমাজের আলো : সাতক্ষীরা ডিবি পুলিশের হেফাজতে এক মাদক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে তার মৃত্যু । আজ রবিবার সকালে ডিবি পুলিশের হাজত থেকে তার লাশ উদ্ধার করা হয় ।
নিহতের নাম বাবলু সরদার {৫৫}। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের জুড়োন সরদারের ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইয়াছিন আলম চৌধুরি জানান,শনিবার রাতে সাতক্ষীরার দেবহাটার উপজেলার বসন্তপুর গ্রাম থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ বাবুল সরদারকে আটক করা হয়। রাতে ডিবি পুলিশের হাজতখানায় তাকে রাখা হয় ।আজ সকালে এসে তার লাশ ঝুলতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তিনি জানান, নিহত বাবলু সরদারের কোমরে সূতা ছিল। সুতা গলায় দিয়ে তিনি আত্মহত্যা করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার জানান,প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ তিনি আত্মহত্যা করেছে। বিস্তারিত ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে ।
