সমাজের আলো : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চারা বটতলা এলাকার মৃত ইমান আলির স্ত্রী বিধবা শাহিদা বেগমের অনুদানের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে।
আগুন লাগার খবর শুনে স্থানীয়রা এগিয়ে এসে নেভানোর চেষ্টা করে।
শাহিদা বেগম ও তার ছেলে সুমন জানান, তাদের ঘরে ১ টি স্বর্নের আংটি, ১ চেন, ৩ শতক জমির দলিল, ১টি টিভি, নগদ ২০ হাজার টাকাসহ আসবাবপত্র ছিল। যেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। বেছে থাকার শেষ সম্বল ছেলে ছাড়া আর কিছু থাকলো না বলে আহাজারি করতে থাকেন শাহিদা বেগম।
খবর পেয়ে পাটকেলঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয় বাসিন্দা শিক্ষক মিলন জানান, ঘরটি টিন ছাড়া সবই পুড়ে ছাই হয়ে গেছে। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এলাকার অনেকেই আগুন নেভানোর চেষ্টা করেছে। কিন্তু তার মধ্যে ঘরের ৯০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার অর্ঘ দেবনাথ, জানান, শাহিদা বেগমের ঘরটি অনুদানের ছিল। ঘরটি আগুনে পুড়ে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে মূল্যবান কাগজ কি ছিল সঠিক জানা যায়নি। আমাদের আগুন লাগার স্থানের তথ্য ভুল দেওয়াতে ঘটনাস্থলে আসতে ভোগান্তি পেতে হয়েছে।
এসময় তিনি আশপাশের দোকান ও সাধারণ জনগণকে গ্যাস সিলিন্ডার ব্যবহার ও বিদ্যুৎ সংযোগ ব্যবহারের সঠিক নিয়ম মেনে চলার উপর গুরুত্ব দেওয়ার আহবান জানান।

