সমাজের আলো : একাধিক মামলার আসামী মিলন বাহিনী নামে পরিচিত সন্ত্রাসীরা অবশেষে ডাকাতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সোমবার ০৪/০৭/২০২২ তারিখ রাত্র আনুঃ ২.৩০ ঘটিকায় মোঃ মিলন মোল্যা ও মোঃ লাল্টু মোড়ল কে তাদের নিজ নিজ বাড়ি থেকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা গ্রামের মৃত রশিদ মোল্যার ছেলে মিলন মোল্যা (৩৫)। তিনি একাধিক মামলার আসামী এবং মিলন বাহিনীর প্রধান। মিলন বাহিনীর গ্রেফতার হওয়া অন্য সদস্য হলেন সাতক্ষীরা সদর উপজেলার একই ইউনিয়নের ঘরচালা গ্রামের লতিফ মোড়লের ছেলে লাল্টু মোড়ল(৩০)। মামলা সুত্রে প্রকাশ, সাতক্ষীরা সদর উপজেলার ঘরচালা (মঠপাড়া) গ্রামের মৃত উজির আলি ফকির এর ছেলে আব্দুস সামাদ (৫৫) ১৯/০৬/২২ ইংরেজি তারিখ আনুমানিক রাত্র ১১.৫০ ঘটিকায় তার স্ত্রী, ছেলে ও মেয়ে রাতের খাওয়া শেষে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে গভীর রাতে আনুঃ রাত্র ০৩ ঘটিকায় অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে আব্দুস সালাম এর বাড়িতে প্রবেশ করে এবং উল্লেখিত ব্যক্তিদের খুন জখমের ভয় ভীতি প্রদর্শন করে দড়ি দিয়ে বেধে নগত অর্থ ও স্বর্ণলঙ্কার সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ডাকাতি হওয়া মালামাল যাহার আনুমানিক মুল্য ১ লক্ষ ৫০ হাজার ৪ শত টাকা। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী আব্দুস সালাম৷ গত ইংরেজি ২১/০৬/২২ তারিখ সাতক্ষীরা সদর থানায় নিজে বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে এজাহার দায়ের করেন এবং মামলাটি রুজু করা হয়। যাহার মামলা নং ৪৭, তারিখ ২১/০৬/২২ ইং। এদিকে সাতক্ষীরা থানা পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিত ডাকাতি মামলার প্রেক্ষিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের প্রাথমিক তদন্তকালে ও পুলিশের নিয়োগকৃত বিশ্বস্ত সোর্সের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে উপরোক্ত আসামীদের ডাকাতি মামলায় জড়িত থাকার যথেষ্ট প্রমান আছে বলে বিজ্ঞ আদালতে জমাকৃত পুলিশের প্রতিবেদন রিপোর্ট থেকে জানা গেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আসামীদের বৈধ আয়ের কোন উৎস নেই। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের চরিত্র ভালো নয়। বর্তমানে মামলাটির জোর তদন্ত অব্যাহত আছে মর্মে দাবি করে বিজ্ঞ আদালতে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীদেরকে জেল হাজতে আটক রাখার প্রার্থনা সহ রিমান্ড আবেদন করেন। সরেজমিনে মিলন মোল্যা ও লাল্টু মোড়ল সম্পর্কে খোজ খবর নিয়ে জানা গেছে, উল্লেখিত ব্যক্তিরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত আছে। তারা এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি মাদক সেবন করেন। কিছুদিন আগে সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক সাতঘরিয়া এবং ঢাকা হতে প্রকাশিত সরেজমিন বার্তা’র স্টাফ রিপোর্টার এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন কে মারপিট করে ঐ সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা, পত্রিকার পরিচয় পত্র কেড়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খান নাজমুল হুসাইন বাদি হয়ে সাতক্ষীরা কলারোয়া থানায় মিলন মোল্যা, লাল্টু মোড়ল সহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৯, তারিখ ০৬/০৫/২২ ইং। অনুসন্ধানে জানা গেছে, আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে। এলাকায় উক্ত ব্যক্তিদের একটি সক্রিয় সন্ত্রাসী বাহিনী আছে। যা মিলন মোল্যার নেতৃত্বে বিভিন্নরকম অপরাধ মুলক কার্যক্রমে লিপ্ত হয়। বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে সন্ত্রাসী মিলন বাহিনী নামে পরিচিত হয়ে উঠেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স,ম, কাইয়ুম এর সাথে মুঠো ফোনে আলাপ কালে মিলন মোল্যা ও লাল্টু মোড়ল কে গ্রেফতার করার বিষয়ে জানতে জানতে চাইলে তিনি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা থানার মামলা নং ৪৭ তারিখ ২১/০৬/২২ ইং, ধারা ৩৯৫ পিসি অজ্ঞাত মামলায় প্রাথমিক তদন্তে তাদের জড়িত থাকার যথেষ্ট প্রমান আছে বিধায় তাদের দুইজন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে পাশাপাশি বিজ্ঞ আদালতে মিলন মোল্যা ও লাল্টু মোড়লের রিমান্ডের আবেদন করা হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *