সমাজের আলো : আদর্শ ইয়ুথ সোসাইটি বাংলাদেশ নাম দিয়ে ভুয়া লাকি কুপন প্রতারক চক্রটি চাঁদাবাজি করে আসছিল। ঘটনাটি শ‍্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্টে আটক করেন।এতিম,অসহায় এবং সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যর নামে প্রথম ধাপে ভুয়া ৮০০০ লটারী শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান বিক্রি করে। প্রতিটি টিকিট মুল্য ২০ টাকা।প্রতারক চক্রের হোতা আল মামুন বাড়ী হাওলভাঙ্গী ও আবু সাঈদ বাড়ী সাতক্ষীরা।পরে তাদেরকে শ‍্যামনগর থানায় সর্পোদ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.