সমাজের আলো :  সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।’ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এর বাস্তবায়নে ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাংবাদিক ড. দিলীপ কুমার দেব, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারপ্রাইজ’র প্রতিনিধি মো. ইসমাইল খান টিপু প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. আবু তালেব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *