সমাজের আলো : বেতনা নদী খননের তথ্য আনতে গিয়ে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীসহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে রোববার দুপুর ১২ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত টানা দুই ঘন্টা ব্যাপী উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে পানি উন্নয়ন বোর্ড বিভাগে-১ এর সামনে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাবেক যুগ্ন সাধারন সম্পাদ আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, এসএম রেজাউল ইসলাম, স.ম মশিউর রহমান ফিরোজ, এম বেলাল হোসাইন,
তালা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জেলা গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সাবেক সভাপতি আকরাম হোসেন খান বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংবাদিক আকরামুল ইসলাম। বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের কাছে বেতনা নদী খননের তথ্য জানতে গেলে তার রুমের সামনে যান পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা সেখানকার কর্মকর্তা ও কর্মচারীসহ বহিরাগত সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে অঅহত করে। নদী খননের নামে সাতক্ষীরায় চলছে অনিয়ম ও দর্নীতি। চলছে কোটি কোটি টাকা লুটপাট। বক্তারা এ সময় আগামী সাতদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ প্রকৌশলী আবুল খায়েরকে অপসারণসহ জড়িতদের শাস্তির দাবি জানান। এছাড়া ৭২ ঘন্টা পর থেকে ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।এদিকে, আহত সাংবাদিক ইয়ারব হোসেন জানান, বেতনা নদী খনন কাজ চলমান রয়েছে।

সেখানে ব্যাপক অনিয় দূর্নীতির অভিযোগ উঠায় আমি এই খনন বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য অফিসে আসি। প্রকৌশলী আবুল খায়েরের রুমের সামনে আসার ২-৩ মিনেটের মধ্যেই তিনি রুম থেকে বেরিয়ে সিকিউরিটিদের লাঠি নিয়ে আসার ইশারা দেন। মুহূর্তের মধ্যেই লাঠি নিয়ে আমার উপর হামলে পড়ে সিকিউরিটি গার্ডরা।এরপর উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারি কর্মকর্তা তন্ময় কুমার,সিকিউরিটি গার্ড প্রধান শহিদুল ইসলামসহ অফিসের ১০-১৫ জন এতে যোগ দেন।লাঠি দিয়ে মারপিট, চড়, কিল ঘুষি মারতে থাকেন। আমার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেন তারা। তিনি আরো জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলার দায়িত্বরত সাংবাদিকরা ছুটে আসেন সেখানে। এরপর কোন কিছু না জানিয়েই তিনি অফিস থেকে
ছটকে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত হন সদর থানা পুলিশের একটি দল।সাতক্ষীরা সদর থানা পুলিশের এস.আই মিনাজ বলেন, খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে
এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.