সমাজের আলো : সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীণ সমিতির সভাপতি কওছার আলী।সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মফিজুর রহমান, মো: আরমান আলী, ভূমিহীন ঐক্যপরিষদের সহ-সভাপতি গৌরপদ দাস, জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, শাহাজান আলী ছোটবাবু, দপ্তর সম্পাদক মো: বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, মহিলা নেত্রী নাজমা খাতুন, ক্রীড়া সম্পাদক স্বপন কুমার সানা, সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য মোছা: মর্জিনা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের ব্যাপক অনিয়ম দুর্নীতির খবর প্রচারিত হয়। এতে পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তার দোড়ঝাঁপ শুরু করেছেন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কুক কামরুজ্জামান নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের গাড়ী চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। একজন কুক হয়ে গাড়ী কিভাবে চালাতে পারেন। কামরুজ্জামান কুক হলেও কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদারীও করেন। এছাড়া কয়রার এসও মশিউর উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ বেড়িবাধে বস্তায় বালি না দিয়ে কাদা ভর্তি বস্তা দিয়ে সরকারি অর্থ আত্মসাথ করেছে। ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি জনগণের আশা আকাঙ্খা ব্যহত হচ্ছে। অবিলম্বে তদন্তপূর্বক ওই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে বলে জানান জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *