সমাজের আলো : বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০৬নং ওয়ার্ডের টাবরারডাঙ্গী এলাকায় পৌর ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূর মনোয়ার হোসেন’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা
সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমার নির্বাচনী এলাকার মানুষের দুঃখ কষ্ট লাঘবে সর্বত্বক চেষ্টা করেছি। জননেত্রী শেখ হাসিনার
সহযোগিতায় আমার নির্বাচনী এলাকা পৌর ও ১৪টি ইউনিয়নের রাস্তা-ঘাট, বিদ্যুৎ, ব্রিজ-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন নির্মাণ করেছি। ১৪টি ইউনিয়নে আমি যে কাজ করেছি তাতে মানুষ খুব খুশি। জার্মান সরকার কর্তৃক পৌরসভার উন্নয়নে বরাদ্দকৃত ১৮০ কোটি টাকার কাজ হবে। সেই কাজ শুরু হলে পৌরসভার রাস্তা-ঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হবে। আমি এই পৌরসভাকে ানয়ে অনেক স্বপ্ন দেখি। সাতক্ষীরা পৌরসভাকে বড় করে সিটি কর্পোরেশন করা হবে। আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দুঃখ দূর্দশার খোঁজ নেওয়ার জন্য প্রতিটি এলাকায় যাচ্ছি এবং সকল সমস্যার সমাধানের চেষ্টা করছি। কিভাবে আমার এলাকার মানুষ ভালো থাকে সে কথা মাথায় রেখে আমি কাজ করি। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবেন। তাহলে জননেত্রী শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।” উঠান বৈঠকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগ নেত্রী রোখসানা পারভীন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মমতাজ, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, ছাত্রলীগ নেতা কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন
পর্যায়ের নেতা কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ৬নং ওয়ার্ডের সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.