মোঃ রাহাতুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: কঠোর নিরাপত্তা ও উৎসবমূখর পরিবেশে চতুর্থ ধাপে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করেছে। রোববার সকাল ৮টা থেকে পৌর এলাকার ৩৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হয়।ইতোমধ্যে একে একে আসতে শুরু করেছে ভোট কেন্দ্রের ফলাফল। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার নাজমুল কবীর আগত ফলাফল গ্রহণ ও ঘোষণা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র তাজকিন আহমেদ চিশতি ২১ হাজার ৯৩৮ ভোট, নারিকেল গাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু ১২ হাজার ৩১ ভোট ও নৌকার নাসেরুল হক ১১ হাজার ৮৮৮ ভোট পেয়েছেন। পুরুষ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে কায়সারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডে সৈয়েদ মাহমুদ পাপা,৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা,৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন,৬নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন শাওন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু ও ৯নং ওয়ার্ডে চতুর্থ বারের মতো শেখ শফিক- উদ-দৌলা সাগর বিজয়ী হয়েছে। প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের নাসেরুল হক, ধানের শীষ প্রতীকের তাজকিন আহমেদ চিশতি, নারিকেল গাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু, হাতপাখা প্রতীকের এসএম মুস্তাফিজুর রউফ ও জগ প্রতীকের নুরুল হুদা।




Leave a Reply

Your email address will not be published.