সমাজের আলো : বাইপাস সড়ক এলাকায় ছয় দিনের ব্যবধানে ফের চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ১২ জুলাই গভীর রাতে কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় আব্দুস সাত্তারের ছেলে রইজুল ইসলামের বাড়ি থেকে সেলাই মেশিন ও বাইসাইকেল চুরি করে নিয়ে যায় ও একই এলাকায় একই রাতে রহিমের বাড়ি থেকে মোটরপাম্প চুরি করে নিয়ে যায় চোরচক্র।
জানা গেছে, ঈদের আগের দিন কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় পলাশ নামে এক মুদি ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে মালামাল ও টাকা চুরি হয়। ৬ জুলাই (বুধবার) দিবাগত রাতে কাশেমপুর বাইপাস সড়কে বায়তুন নুর জামে মসজিদের একটি মাইক সেট, মাইক্রোফন ও ৪টি দান বক্সের তালা ভেঙে টাকা চুরি হয়। একই রাতে কাশেমপুর গ্রামের মোবারক আলীর বাড়ি থেকে তার ছেলের সবুরের ইজিবাইকের একটি চার্জার ব্যাটারি চুরি হয়। বাঁশঘাটা একটি মসজিদ থেকে মাইকের ব্যাটারি চুরি হয়। কাশেমপুর সানাপাড়া মসজিদে গভীর রাতে মাইকসেট চুরি হয়। স্টোন ইটভাটার পাশে পশ্চিমপাড়া জামে মসজিদের তালা ভেঙে ৩টি সিলিং ফ্যান চুরি হয়। পূর্বপাড়া জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা ও মাইকসেট চুরি হয়। কদমতলা জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি হয়। কাশেমপুর স্কুল সংলগ্ন জামে মসজিদের মাইকসেট চুরি হয়েছে। আহেলী হাদিস মসজিদে দানবাক্স ভেঙে টাকা চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় বিভিন্ন স্থানে রাত ১২টা পর্যন্ত মোবাইল গেমস্ ও ক্যারাম খেলার নামে জুয়া খেলার আসর বসে। এছাড়া মাদক কেনাবেচা ও মাদক সেবনের আসর বসে। তাস খেলার নামে জোয়ার আসর বসে। আর এসবের কারণে সাতক্ষীরা বাইপাস সড়কে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটতে থাকে। তাই ছিনতাই ও চুরি ঘটনা ঘটছে প্রায়ই। তাই কাশেমপুর বাইপাস সড়ক এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের টইল দেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে জোর দাবি জানান স্থানীয় সাধারণ মানুষ।
