সাতক্ষীরা প্রতিনিধিঃ আগামী ৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শহিদুল আলম, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুর রউফ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়সহ সাতক্ষীরা জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান চলাকালীন সময়ে জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান তার বক্তব্য বলেন এভাবে সংগঠন চলতে থাকলে সাতক্ষীরা দুগ্রুপের আমানের মতো নেতা কর্মীরা নিহত হবে। এমন বক্তব্যের পর দু গ্রুপ হাতা দিতে জড়িয়ে পড়ে। যেটি কয়েক মিনিট ধরে চলতে থাকে। একপর্যায়ে কেন্দ্রীয় নেতা জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র কথামতো হাতাহাতি থেমে যায়।

এরপর বক্তব্যে তিনি বলেন, যতই আমাদের দলের ভেতরে দ্বন্দ্ব থাকুক আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। যে কোন মূল্যে খুলনার মহা সমাবেশ সফল করতে হবে।




Leave a Reply

Your email address will not be published.