সমাজের আলো : সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে। রোববার বিকালে বিদ্যুৎ বিভ্রাটের সাথে সাথে অটো জেনারেটর মেশিন বা আইপিএস চালু হয়নি। ফলে আইসিইউ ও সিসিইউতে থাকা রোগীরা জীবন সংকটে পড়ে। এ সময় কয়েকজন রোগী মারা গেছে এমন খবরও ছড়িয়ে পড়ে। যদিও রোববার সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেলেও বিদ্যুৎ সংকটকালীন সময়ে কেউ মারা গেছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। সেখানে দায়িত্বরত কেউ মুখ খোলেনি। যদিও অপর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংকটের বিষয়টি নিশ্চিত করেছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিদ্যুৎ বিভ্রাটের কথা অস্বীকার না করেই বলেন ঐ সময়ে আইপিএস সাপোর্ট দিয়েছে। তারপরও বিস্তারিত জেনে আজ জানানোর কথা বলেন তিনি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্তাবধায়ক ডা. কুদরত-ই খোদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন ঘটনা ঘটলে অবশ্যই আমি জানতে পারতাম। নাম প্রকাশ না করার শর্তে অপর একটি সুত্র জানায়, আইসিইউতে অক্সিজেন সাপোর্টে থাকা কোন রোগী ১০/১৫ সেকেন্ড অক্সিজেন না পেলে তার বাঁচার সম্ভাবনা থাকে না। এখানে বিদ্যুৎ সমস্যার বিষয়টি সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে জানানো হলেও তার আজো সুরাহা হয়ান।




Leave a Reply

Your email address will not be published.