সমাজের আলো : সাতক্ষীরায় আবারও বেড়েছে করোনা সংক্রমণের হার। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।চিকিৎসকরা বলছেন, সংক্রমণ রোধে সচেতনতা জরুরি। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কিছু কমানো সম্ভব হবে। আর সদর হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য নতুন করে বেড সংখ্যা বাড়াতে হবে।আর সংশ্লিষ্টরা মনে করছেন, আমদানি পণ্যবাহী ট্রাক চালকরা ভোমরা স্থলবন্দরে অবাধে চলাফেরার করার কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।যদিও ভারতীয় ট্রাক চালকদের দাবি, তাদের আলাদা বাথরুম ও খাওয়ার হোটেল না থাকায় সবার সাথে অবাধে চলাফেরা করতে হচ্ছে।এদিকে ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি নির্দেশনা মতো পাসপোর্ট যাত্রীদের ও ভারতীয় ট্রাক চালকাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।সাতক্ষীরা হাসপাতালের আইসিইউতে কর্মরত ডাক্তার শামিমা জানান, করোনা রোগীর সংখ্যা শুন্যতে নেমে এলেও আবারও তা বৃদ্ধি পেয়েছে। তবে সংক্রমণ রোধে প্রস্তুতির কোনো কমতি নেই।সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *